শের-ই-বাংলা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, বরিশাল এর কার্যক্রম শুরম্ন হয় ১৯৯৯ সালে। একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯৯৯ সালে বরিশাল শহরের কাশীপুর এলাকায় ইনস্টিটিউট নির্মাণ করা হয়। ঢাকা মহানগরীর গাবতলী বাস টার্মিনাল হতে বাসযোগে বরিশাল যাওয়া যায়। এছাড়া ঢাকা মহানগরীর সদরঘাট নৌ-টার্মিনাল থেকে লঞ্চ যোগেও সেখানে যাওয়া যায়। সমবায় অধিদপ্তরের নন-গেজেটেড কর্মচারীদের জন্য মৌলিক প্রশিক্ষণ, র্রিফেসার্স, অডিট ম্যানুয়াল প্রশিক্ষণ এবং সমবায় সমিতির সদস্যদের জন্য বিভিন্ন রকম আয়-বর্ধক প্রশিক্ষণ এখানে আয়োজন করা হয়ে থাকে। এ প্রতিষ্ঠানে ১০ জন কর্মকর্তা/কর্মচারী আছেন। বরিশাল বিভাগের ৬টি জেলা অর্থাৎ বরিশাল ঝালকাঠি, পটুয়াখালী পিরোজপুর, ভোলা ও বরগুনা জেলার প্রশিক্ষণার্থীরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। যে কোন প্রয়োজনে প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য-
মোহাম্মদ খোর্শেদ আলম
অধ্যক্ষ
শের-ই-বাংলা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, বরিশাল
নথুলস্নাবাদ বাস ষ্ট্যান্ড, বরিশাল।
মোবাইল নং : ০১৭২০৯৪৬৩৪৪
ফোন (অফিস) : ০২৪৭৮৮৩০৪৯২
ই-মেইল : barisalczi@gmail.com