Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মে ২০২৪

আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট, নওগাঁ

আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট, নওগাঁ এর কার্যক্রম শুরু হয় ১৯৬৪ সালে। এটি দেশের অন্যতম প্রাচীন সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান। একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯৯৯ সালে নওগাঁ শহরের দুবলহাটি ফিসারী এলাকায় এলাকায় নূতন ভবন নির্মান করা হয়। ঢাকা মহানগরীর সায়েদাবাদ /গাবতলী বাস টার্মিনাল হতে বাসযোগে নওগাঁ যাওয়া যায়। সমবায় অধিদপ্তরের নন-গেজেটেড কর্মচারীদের জন্য মৌলিক প্রশিক্ষণ, রিফ্রেসার্স, অডিট ম্যানুয়েল প্রশিক্ষণ এবং সমবায় সমিতির সদস্যদের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ এখানে আয়োজন করা হয়ে থাকে। এ প্রতিষ্ঠানে ১৩ জন কর্মকর্ত/কর্মচারী আছেন। রাজশাহী বিভাগের পাবনা জেলা ব্যতীত বাকী ৭টি জেলা অর্থাৎ বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, চাঁপাই নওয়াবগঞ্জ এবং নওগাঁ জেলার প্রশিক্ষণার্থীরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।

মোঃ সেলিমুল আলম শাহিন

অধ্যক্ষ

আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, নওগাঁ

দুবলহাটি রোড, আরজি নওগাঁ, 

মোবাইল নং : ০১৯১৩৯৫৫৪৫৫

ফোনঃ + ০২৫৮৮৮৮১৩০৪
ইমেইলঃ principal_naogaonczi@yahoo.com