আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, মুক্তাগাছা
আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, মুক্তাগাছা এর কার্যক্রম শুরম্ন হয় ১৯৬৩ সালে। এটি দেশের অন্যতম প্রাচীন সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান। শুরম্নতে মুক্তাগাছা শহরের ‘আটানি জমিদার বাড়ি’তে এর কার্যক্রম শুরম্ন হয়। পরবর্তীতে একটি উন্নয়ন প্রকল্পের আওতায় মুক্তাগাছা শহরের লক্ষ্মীখোলা নামক জায়গায় নতুন ভবন নির্মাণ করা হয়। ঢাকা মহানগরীর মহাখালী/গাবতলী বাস টার্মিনাল হতে বাসযোগে অথবা ট্রেনে ঢাকা থেকে ময়মনসিংহ এবং পরে সেখান থেকে বাস বা সিএনজি যোগে সেখানে যাওয়া যায়। সমবায় সমিতির সদস্যদের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ এখানে আয়োজন করা হয়ে থাকে। এ প্রতিষ্ঠানে ১৩ জন কর্মকর্তা/কর্মচারী আছেন। ঢাকা বিভাগের ময়মনসিংহ, টাংগাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রশিক্ষণার্থীরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। যে কোন প্রয়োজনে প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য-
অধ্যক্ষ
আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, মুক্তাগাছা
লক্ষীখোলা, মুক্তাগাছা
মোবাইল নং : ০১৯১৬৯৭৯৯৯১
ফোন (অফিস) : ০৯০২৮-৭৫৩২৬
ই-মেইল : principal_muktagachaczi@yahoo.com