আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট, নরসিংদী এর কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে। একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০৬ সালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী শহরের পুলিশ লাইন এলাকায় এলাকায় এলাকায় এটি নির্মান করা হয়। ঢাকা মহানগরীর সায়েদাবাদ বাস টার্মিনাল হতে বাসযোগে নরসিংদী যাওয়া যায়। এছাড়া ঢাকা মহানগরীর কমলাপুর রেল ষ্টেশান থেকে ট্রেনযোগেও সেখানে যাওয়া যায়। সমবায় অধিদপ্তরের নন-গেজেটেড কর্মচারীদের জন্য মৌলিক প্রশিক্ষণ, রিফ্রেসার্স, অডিট ম্যানুয়েল প্রশিক্ষণ এবং সমবায় সমিতির সদস্যদের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ এখানে আয়োজন করা হয়ে থাকে। এ প্রতিষ্ঠানে ১০ জন কর্মকর্ত/কর্মচারী আছেন। ঢাকা বিভাগের ৬টি জেলা ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদী, মাণিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুর জেলার প্রশিক্ষণার্থীরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।
অধ্যক্ষ (উপনিবন্ধক)
মোবাইল নং : ০১৭১৭২০৮৩০৮
ফোন (অফিস) : ০২৯৪৫১৫২৩
ই-মেইল : czinarsingdi@gmail.com